Wednesday, November 15, 2006

মিশন ইম্পসিবল

গত রোববার একটি ফিলিম দেখলুম। মিশন ইম্পসিবল Part III।
সে ভারি ধুমধাড়াক্কা। ঠাস-ঠাস দ্রুম-দ্রাম। বেজায় হলিউডি সব ছোট-বড়-মাঝারি ধানি ও কালি পটকা।
হাইটেক ও স্পেশাল এফেক্টের অনেক পাকাপাকা কতবেল
ইদিক ওদিক ছড়িয়ে পড়লো,
তার'ই মাঝে দেখা দিলেন বেয়াড়া ভিলেন, CIA নাকি গবরমেন্টের-ই রাক্ষস-খোক্কস ঠিক জানিনা,

তবে সবচে সাবাশ-ই দেখাল মুখোশের খেল্‌।

খরগোশের পা নামক কি না কি একটা জিনিষ নিয়ে শুরু হল খিটমিট আর ঝাড়পিট,
বালিঘড়ির মত দেখতে কিন্তু ভারি দূর্মূল্য ও ডেনজারাস,
এই আকাট মগজে এর চে বেশী আর কিছু ঢুকলো না।
মাথার মধ্যে অপারেশান করে ভিলেন টাইম বোমা রেখে দিলো, তারপর সময় হলে কেমন রিমোট টিপে ফাটিয়ে ফাটিয়ে ভাল ভাল লোকগুলোকে ব্রেনব্লাস্ট করিয়ে মাল্লে। Cerebral বিস্ফোরণ হল। আমার-ও। কেমন
হিমশীতল হিংস্রতায়।
একটু মায়াদয়া নেই কো!
ওদিকে ক্রুজ বাবাজী আবার সাংহাই-এর গগনচুম্বী থেকে প্রেমের লাগিয়া হনুমানের মত এক রামলাফে গেলেন প্রিয়া উদ্ধারে, তার ক্যাদরানি দেকে মমচিত্ত ছানাবড়া।
বুজলুম যে মুখোশের আড়ালে যে মুখ তাই আসলে মুখোশ, মুখোশ-টা আসলে মুকোশ নয় গো দাদা, মুকেরই extension.
এই গোলেমালে মনের গভীরে একটা শিরশিরানি দার্শনিক ভাব দেখা দিলো।

তাড়াতাড়ি একটা dark চকোলেট নিয়ে এসে জিভে দিয়ে সোফায় বসতে - একটু যা স্বস্তির নিঃশ্বাস ফেললুম।

সে যা হোক, তারপর চীনা শহরে এক বিশ্বনাথের গলিতে-ঘুঁজিতে কারা যেন ক্লাইম্যাক্সে গুলি-টুলি আর দোদোমা ফাটালো।
আর philip seymour hoffman এর মত ভিলেন-ও টমির হাতে পড়ে শেষে কিনা পাতি লরির ধাক্কায় পটল তুললো।
কিন্তু কি নিয়ে যে আড়াই ঘন্টার মারমার-কাট্‌কাট্‌ chase-টা হল সেটা শেষ অবধি অধরা রহস্যই।
শেষমেষ কপালগুণে জানতে পারলুম যে - IMF-এর অর্থ ।
Impossible Mission Fund.

বেড়ে আমোদ হল।

10 comments:

Anonymous said...

আপনার এই একটা লেখা পড়েই বুঝলাম আপনি কি চিজ। তাই আপনাকে আমার পেজ এ লিঙ্কড করে নিলাম। পারলে এসে ঘুরে যান।

www.xzmlx.wordpress.com

Anonymous said...

আপনাকে স্বাগতম

আপনি সামহোয়্যার ইন ব্লগ এ ব্লগিং করবেন। বাংলাদেশী কমিউনিটি....

যেখান আমার বর্তমান পোস্ট সঙখ্যা ৩৪৫ + ক্যান ইউ্এমাজিন ইট....

ধন্যবাদ।

http://www.somewhereinblog.net/sakib

Anonymous said...

ভাই আপনার লেখার স্টাইলটি দুর্দান্ত। বাংলাদেশী আর পশ্চিমবঙ্গের বাঙ্গালী বাংলা বলে। দুই বাংলাকে অন্তত ইন্টারনেটে এক রাখুন ভাই।

Anonymous said...

Nice blog, especially refreshing to see content that appeals to the Bengali audience. I would like to introduce you to a quick and easy method of typing Bengali on the Web.
You can try it live on our website, in Bengali!

http://www.lipikaar.com

Download Lipikaar FREE for using it with your Blog.

No learning required. Start typing complicated words a just a few seconds.

> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.

Supports 14 other languages!

BAIRE DURE said...

আমাদের এই ভ্রমনের ওয়েবসাইটটি কেমন লাগছে জানাবেন.
http://bairedure.blogspot.com/

Costa rica lawyer said...

Nice information you share here. Go on.

limon hasan said...

ধন্যবাদ, পোস্ট পেয়ে খুব ভালো লাগল। অনেক দিন পর এমন কিছু পড়ার সুযোগ হল। আশা করি এমন অনেক লেখা আমরা পাবো আপনার কাছ থেকে।

saiful hasan said...

ধন্যবাদ, তথ্যটি পেয়ে খুব ভালো লাগল। এর মাধ্যমে অনেক মূল্য বান তথ্য সু রক্ষিত থাকবে। আমাদের দেশে এমন টেকনোলজি ব্যবহার করার ব্যবস্থা করা হলে অনেক ভালো হত।

My Tutor said...

My Tutor BD, at its core, is about helping students, parents and educators connect. However, it is also so much more. We are a team of parents and teachers, dealing with the challenges faced by students and parents in digital Bangladesh. We have built a platform to help parents connect with tutors - more importantly - we are connecting students to the power of online tutoring and so much more details here : Admission Test

Rents Corporation said...


Are you aware greater than 1 crore individuals live in a rented house in Dhaka? Remaining the busiest metropolis of Bangladesh, a number of people locate it as well tricky to locate a residence for rent in Dhaka which they would like. Is that basically as tricky because it sounds like? By this post, I am about to make clear your whole confusion about House Rent In Dhaka. Immediately after reading through this short article, It will probably be less complicated that you should lease a dwelling in Dhaka. I am likely to tell you the way yow will discover the top residences for rent with no hassle.

For starters, allow me to inquire you an issue. How wouldn't it be in the event you observed all the listings of lease in Dhaka entirely? That Appears fantastic, isn’t it? Rents.com.bd has manufactured it legitimate for you personally. Browsing the rents.com.bd Web-site, you will discover all kinds of assets to rent or purchase in Dhaka. It is possible to hire Dwelling, One-room flat, Double-space flat, Bachelor’s flat and massive Apartment. Aside from, You may as well find Commercial Area, Shop Area, Business office Place, Cafe Place, Household appliances, and Home furnishings for hire in Dhaka town. Many of the listings are confirmed via the Rents workforce. Here is the easiest choice to hire and purchase any kind of house in Dhaka.